টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ শান্তিনিকেতনে নিঁখোজ শিশুর দেহ উদ্ধারে ধুন্দুমার৷ এদিন রুবি বিবি নামে এক প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে বস্তা বন্দি পচাগলা দেহ উদ্ধার হয়৷ জানা যায়, ১৮ সেপ্টেম্বর সকাল থেকে শান্তিনিকেতন থানার মোলডাঙা গ্রামের টালিপাড়ায় নিখোঁজ হয়ে যায় বছর পাঁচের শিবম ঠাকুর নামে এক নাবালক। দুই অতিরিক্ত জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তিন দিন ধরে চিরুনি তল্লাশি চালায়৷
এদিন দুপুরে প্রতিবেশি রুবি বিবির বাড়ির এডবেস্টারের ছাদ থেকে বস্তা বন্দি অবস্থায় পরেছিল ওই নাবালকের পচাগলা দেহ৷ ঘটনার পরেই গ্রামে ব্যপক উত্তেজনা ছড়ায় এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই বাড়িতে, পরে অগ্নিসংযোগও করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।