টুডে নিউজ সাভিস,বর্ধমানঃ বর্ধমান পৌরসভা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে হবেন জল্পনা তুঙ্গে । গত ২ তারিখ ফল ঘোষনার পরই বর্ধমান পৌরসভার নতুন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে হবেন তা নিয়েশুরু হয় । একাধিক নাম উঠে আসে । তবে শেয় পাওয়া খবরে এক প্রকার নিশ্চিত হয়ে যার শহরবাসী । বর্ধমান পৌরসভা চেয়ারম্যান হিসেবে ২ টি নাম উঠে আসে প্রথম টি বর্ষিয়ান তৃণমুল কংগ্রেস নেতা শিক্ষাবিদ পরেশ সরকার ও অপর নামটি হলো জেলার বাহুবলী নেতা উত্তম সেনগুপ্তের স্ত্রী শিখা দত্ত সেনগুপ্ত । অপর দিকে ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রেও ২ টি নাম সামনে এসেছে । প্রথমটি হলো বিধায়ক খোকনদাসের স্ত্রী মৌসুমী দাস এবং জেলা তৃণমুল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদারের নাম । তবে এই ব্যাপারে দলের পক্ষ থেকে কোন সবুজ সংকেত দেওয়া হয়নি ।