অর্ঘ্য ব্যানার্জি, বর্ধমানঃ শনিবার ১ জানুয়ারি, ১৯৯৮ সালের আজকের দিনে পথ চলা শুরু করে তৃণমূল কংগ্রেস। দেখতে দেখতে তৃণমূল কংগ্রেসের আজ ২৫তম প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরের মতো এবছরও জেলার বিভিন্ন বুথে বুথে প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর ১ নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জাতীয় সঙ্গীত ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করেন দলীয় কর্মীরা। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। পতাকা উত্তোলনের পাশাপাশি মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে তারা ২৫তম প্রতিষ্ঠা দিবস পালন করেন।
এদিন বৈকুন্ঠপুর ১ নম্বর জোতরাম তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য অভিনন্দন যাত্রা বের করা হয়। এই রেলিতে পা মেলান তৃণমূল কংগ্রেসের উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বৈকুন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই বর্ণাঢ্য অভিনন্দন যাত্রার এসে শেষ হয় স্বস্তিপল্লী পার্টি অফিসে। তারপর প্রতিষ্ঠা দিবসের দিনে দুঃস্থ মানুষদের হাতে ৪০০ কম্বল তুলে দেয়া হয়।
Social