টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের হাতির হানা আউশগ্রামে। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতিটি বুধবার সকালেই আউশগ্রামের ভাল্কি অঞ্চলের ডোমবাঁধির জঙ্গলে ঢুকে পড়ে। ওই বুনো দাঁতাল হাতিটি গলসি হয়ে আউশগ্রাম ২ ব্লক এলাকায় ঢোকে। হাতিটি প্রচন্ড দ্রুত গতিতে ছুট দেয় বলেই দাবি বন কর্মীদের। তাঁরা তাঁকে বাধা দিলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে হাতিটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। এনিয়ে যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী