বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আইপিএল খেলা চলাকালীন বেটিং করার অভিযোগে ফের সাইবার ক্রাইম থানার পুলিশ কৃষ্ণনগরের এক বুকিকে গ্রেফতার করল। শনিবার তার কাছ থেকে উদ্ধার হয় নগদ ৪ লক্ষ টাকা, মোবাইল ও একটি জাওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে। রবিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশি হেফাজত হয়। প্রসঙ্গত কয়েক দিন আগে জেলাতে প্রথম রাজস্থান ও কেকেআর-এর মধ্যে আইপিএল খেলা চলাকালীন বেটিং করার অভিযোগে পুলিশ ও সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ ভাবে ৩ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে অত্যাধুনিক গাড়ি, টাকা ও মোবাইল উদ্ধার হয়। এদের বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া তালতলায়। ধৃতদের মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তোলা হলে ১ জনের ৩ দিনের পুলিশি হেফাজত ও বাকি ২ জনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
এই খেলা খেলে যুব সমাজ সমস্ত কিছু খোয়াচ্ছে। এ নিয়ে অভিযোগ আসার পর জেলা পুলিশ প্রশাসন উদ্বিগ্ন হয়। তাই জেলাতে ক্রিকেট নিয়ে বেটিং করার খবর ছিলই। সেই বেটিং কোতোয়ালি থানার কৃষ্ণনগরে এলাকাতে হচ্ছে। তদন্তে জেলাতে প্রথম ধৃতদের কাছ থেকে কৃষ্ণনগরের এক বুকির নাম পাওয়া যায়। সেই মতো খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় কালীনগর এলাকা থেকে শ্রীকান্ত নাথ নামে এক যুবককে গ্রেফতার করে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, আগে একজন টোটো চালক ছিল এই বুকি। পড়ে একটি দোকানও চালাত। তারপর এই মুহূর্তে এই যুবক কোটিপতি। সমস্ত কিছু ক্রিকেট বেটিং করে হয়েছে বলে তদন্তকারীদের দাবি। তার উদ্ধার হওয়া মোবাইল থেকে নাইস ০০০০. প্রো, স্কাই এক্সচেঞ্জ. কম এর মতো একাধিক অ্যাপ্লিকেশন অবৈধ পাওয়া গিয়েছে। সেই অ্যাপগুলি গুগলের সঙ্গে কোন যোগ নেই। নিজেদের তৈরি। তদন্তে কার কাছে, কত টাকা, কি ভাবে দেওয়া হত তদন্তকারীরা তাও জানতে পেরেছে। সম্প্রতি এই যুবক আড়াই লক্ষ টাকা মূল্যের একটি মোটরবাইক কিনেছিল। তার কাছ থেকে এই জাওয়া মোটরবাইকটি উদ্ধার হয়েছে। যার কোনো রেজিস্ট্রেশনও হয়নি। এ প্রসঙ্গে সাইবার থানার আইসি রাজেশ গুপ্তা বলেন, ‘ধৃত নিজেদের মতো গুগল ছাড়া বিভিন্ন অ্যাপ তৈরি করে এই বেটিং চালাচ্ছিল৷ গত দু’বছর ধরে এই কাজ করে কোটিপতি হয়ে গিয়েছে। আমরা তদন্ত করছি। তারপর ফের ১ জন ধরা পড়ায় এই চক্রের মূল পাণ্ডার হদিস পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শহর জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
Social