Breaking News

প্রয়াত সাতবারের সাংসদ রূপচাঁদ পাল

 

টুডে নিউজ সার্ভিসঃ মঙ্গলবার কলকাতা অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হলেন প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড রূপচাঁদ পাল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ১৯৫০-এর দশক থেকে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন, ১৯৫৫ থেকে ১৯৬০ পর্যন্ত ৪ বার হুগলি জেলা ছাত্র সম্মেলনে অংশ গ্রহণ করেন। পরে ঐ দশকেই কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। তিনি  ১৯৬৪  সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র হুগলি-চুঁচুড়া লোকাল কমিটির সদস্য নির্বাচিত হন।

সম্ভবত, ১৯৭৮ সালে হুগলি জেলা কমিটির সদস্য হন। তিনি ৠষি বঙ্কিম চন্দ্র কলেজে অধ্যাপনা করতেন। তিনি পার্টির শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। তিনি সপ্তম লোকসভা নির্বাচনে ১৯৮০ সালে হুগলি লোকসভা থেকে প্রথমবার নির্বাচিত হন। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস প্রার্থী ইন্দুমতি ভট্টাচার্যর কাছে তিনি পরাজিত হন। পরবর্তী সময় আবার ১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত সাত দফায় হুগলির সাংসদ ছিলেন প্রবীণ নেতা রূপচাঁদ পাল। সাংসদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০০৯ সালে তাঁকে হারিয়ে হুগলির সাংসদ হন তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। 

কমরেড রূপচাঁদ পাল  ২০২১ সালে “হুগলি জেলার কমিউনিস্ট পার্টি গঠনের ইতিবৃত্ত” নামে হুগলি জেলার কমিউনিস্ট পার্টির ইতিহাস পুস্তক রচনা করেছিলেন। কমরেড রূপচাঁদের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে বাম নেতা-কর্মীদের মধ্যে। মঙ্গলবার বিকেলে তাঁর মরদেহ আনা হয় শ্রীরামপুরে সিপিএমের জেলা দফতরে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। 

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *