Breaking News

প্রগতি লোকসংস্কৃতি উৎসব

  

টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ বীরভূমের সাঁইথিয়া থেকে প্রকাশিত প্রগতি পত্রিকার রজত জয়ন্তী বর্ষে (২৫ তম) অনুষ্ঠিত হলো প্রগতি লোকসংস্কৃতি উৎসব-২০২২। সাঁইথিয়া শশীভূষণ দত্ত উচ্চ বালিকা বিদ্যালয়ে এদিন সারাদিন ধরে সাড়ম্বরে এই উৎসব উদযাপিত হয়। শুরুতেই প্রগতির মুখকথা পরিবেশন করেন ড.আদিত্য মুখোপাধ্যায়। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি তথা বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধায়ক নীলাবতী সাহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, অধ্যাপক ড.রবিন ঘোষ প্রমুখ। এদিন ভাদুগান, মূর্শেদী, বহুরূপী, বাউল, পটের গান, রায়বেশে নৃত্য বীরভূমের এমন বিভিন্ন লোকসংস্কৃতি মঞ্চে পরিবেশিত হয়। 

পাশাপাশি স্থানীয় ৫০০ জন দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এদিন এই উৎসবকে কেন্দ্র করে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রগতির ২৫ জন সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও এই উৎসবে জেলার পাঁচ কৃতি গুণী মানুষজনের হাতে তুলে দেওয়া হয় প্রগতি অনন্য সম্মান। সেই তালিকায় ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়,বরানগর রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ, বিশ্বভারতীর বাংলা বিভাগের  অধ্যাপক মানবেন্দ্রনাথ সাহা, বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অধ্যাপক পার্থশঙ্খ মজুমদার, লোক গবেষক বীরভূম সংস্কৃতি বাহিনীর সম্পাদক, শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায়। এছাড়া জেলার তিন শিল্পীকে দেওয়া হয় প্রগতি সম্মান। সেরপাই শিল্পী রুমা কর্মকার, পট শিল্পী অরুণ পটুয়া, গালা শিল্পী শেখ ইউসুফ আলী। এই সম্মান তুলে দেন প্রগতির সম্পাদক দেবাশীষ সাহা। এদিন এই অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *