গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ করোনার জন্য ২ বছর লকডাউন থাকায় তাঁত ও বস্ত্র হাট বন্ধ ছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারী গ্ৰামীন এলাকায়। পুজোর আগেই ছন্দে ফিরছে তাঁত ও বস্ত্র হাট।
সোমবার কাটোয়া-২ ব্লকের করুই অঞ্চলের মেঝিয়ারী গ্ৰামীন তাঁত ও বস্ত্র হাট শুরু হলো মেঝিয়ারী ঋষি অরবিন্দ বিদ্যাপীঠে। এই হাটে শান্তিপুর, ধাত্রিগ্ৰাম, সুমদ্রগড় সহ বিভিন্ন জায়গায় থেকে তাঁত বিক্রেতারা এসেছেন মেঝিয়ারী গ্ৰামীন হাটে। এই তাঁত ও বস্ত্রহাট প্রতি সোমবার মেঝিয়ারীতে বসবে। মিঝিয়ারী সহ বিভিন্ন এলাকা থেকে মানুষেরা হাটে শাড়ি সহ পোশাক কিনতে আসছেন। এদিন শাড়ি বিক্রেতারা জানান, এই হাট থেকে ন্যায্য মূল্যে শাড়ি সহ পোশাক কিনতে পারবেন ক্রেতারা।
Social