Breaking News

পার্থ বলির পাঁঠা!

টুডে নিউজ সার্ভিসঃ ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালত তাদের তোলা হলে শুনানি শেষে এই নির্দেশ দিলেন বিচারপতি। আগামী ১৮ আগস্ট তাদের দুজনকেই ফের আদালতে পেশ করা হবে।

দুদিনের ইডি হেফাজত শেষ হওয়ার পর ফের শুক্রবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় পার্থ-অর্পিতাকে। কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-কে ১০ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রায় ১ ঘণ্টা ধরে আদালতে সওয়াল চলার পর দু’জনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা প্রভাবশালী তত্ত্ব খারিজের পক্ষে জোর সওয়াল করে বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি। প্রাক্তন মন্ত্রীর নামে উদ্ধার হওয়া সমস্ত ডিডি নকল। ঘুষ নেওয়ার কোনো প্রমাণ নেই। সিবিআই তার বিরুদ্ধে কোনও তথ্য পায়নি। এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়-কে ফাঁসানো হয়েছে। তাঁকে এখন বলির পাঁঠা বানানো হয়েছে। উনি একজন সাধারণ মানুষ। তবে তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত।

About Burdwan Today

Check Also

এবার ভোটার তালিকা থেকে বাদ পড়লো খোদ তৃণমূল নেতার নাম

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বিধানসভা ভোটের সলতে পাকানো শুরু হতে না হতেই ভূতুড়ে ভোটার নিয়ে চাপানউতোরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *