নাচে-গানে-আবৃত্তিতে সিদ্ধা গ্যালাক্সিয়া ফেস- ২এর বর্ষবরণ উৎসব

Burdwan Today
1 Min Read

  

টুডে নিউজ সার্ভিসঃ রাজারহাট নিউটাউন অঞ্চলের সিদ্ধা গ্যালাক্সিয়া ফেস – ২ আবাসন। বিশ্বায়নের যুগে যখন আমরা সবাই ছুটে চলছি, তবুও কোথাও কোথাও কখনো যেন একটু থামতে হয়, একটু জিরিয়ে নিতে হয়, একটু পেছনে ফিরে তাকাতে হয়, করতে হয় একটু শেকড় সন্ধান। বাংলা বছর ১৪২৮ কে বিদায় জানিয়ে ১৪২৯ কে বরণ করে নিল সিদ্ধা গ্যালাক্সিয়া – ২ আবাসনের আপাত ব্যস্ত নাগরিকরা।‌ বাঙালি ঐতিহ্য, সংষ্কৃতি ও কৃষ্টিকে সঙ্গে করে সিদ্ধা গ্যালাক্সিয়া – ২ আবাসনের ছোট থেকে বড় এই বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করেছেন স্বতস্ফূর্তভাবে । গান, নাচ, আবৃত্তি, খাওয়া দাওয়ায় আবাসন যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল। এক ঝাঁক তরুণ আবাসিকদের উৎসাহেই মূলতঃ এই আয়োজন। 

যখন বাঙালী সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, বাঙালি হয় বাংলা ভুলে যাচ্ছে বা বাঙালিকে বাংলা ভুলিয়ে দেবার চেষ্টা চলছে – এই আবহে বাতাস সরগরম, সেই সময় দাঁড়িয়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন নিঃসন্দেহে সাধুবাদযোগ্য ! আবাসিকরা নিজেদের মতো করে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিকল্পনা করেছেন এবং তা অত্যন্ত রুচিশীলতায় মঞ্চস্থ হয়েছে। আগামীতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে লালন করে তাঁরা আরো এই রকম অনুষ্ঠান করবেন এমনটা বলা যেতেই পারে। উদ্যোক্তা ও অংশগ্রহণকারীরা সমবেতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন। এই কৃতিত্ব অবশ্যই আবাসনের সকলের প্রাপ্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *