নবরূপে উত্তর কলকাতায় শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী মন্দির

Burdwan Today
1 Min Read

 

সমীর দাস, কলকাতাঃ উত্তর কলকাতা নন্দনবাগান যুবক সংঘের  পরিচালনায় বহু পুরানো  শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী মাতা মন্দিরকে নবরূপে সাজিয়ে পল্লীবাসীকে উপহার দেওয়া হলো। মা ও বোনাদের অসুবিধার কথা ভেবে   কলকাতা কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলী  উদ্যোগে মায়ের মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠিত হয়। 

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা আইএনটিটিইউসির সভাপতি স্বপন সমাদ্দার, কাশিপুর-বেলগাছিয়া বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, প্রগতিশীল হকার ইউনিয়নে উত্তর  কলকাতার সভাপতি সচিন ত্রিপাঠি, তৃণমূল কংগ্রেসর মুখপাত্র শ্রেয়া পান্ডে প্রগতিশীলতার ইউনিয়নে সহ-সভাপতি ও ক্লাব সম্পাদক রতন শাহ (বাবলু) ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের এবং আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *