বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার তেহট্টের বিনোদনগরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম এক তৃণমূল কর্মী। আহত ওই তৃণমূল কর্মীর নাম আজিজুল শেখ। জানা গিয়েছে এদিন রাতে তিনি বাইক চেপে বাড়ি ফিরছিলেন দোকান বন্ধ করে। বিনোদন স্কুলের কাছে আসা মাত্রই অন্য একটি বাইকে চেপে ৩ দুষ্কৃতী তার কাছাকাছি চলে আসে এবং তাকে লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের ছড়াগুলি তার ডান কানে লেগে বেরিয়ে যায়। এর ফলে তিনি গুরুতর জখম হন এবং সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কি কারনে এই হামলা বা কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।