টুডে নিউজ সার্ভিস, কালনাঃ আনুখাল পঞ্চায়েতের দাড়িয়াটন গ্রামে প্রথমে ধানচাষে লস, পরবর্তী সময়ে বৃষ্টিতে আলু চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা নিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক চাষি। মৃত ওই চাষির নাম পার্থ ঘোষ। শুক্রবার সকালে বাড়ির গোয়ালঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের ছেলে শুভময় ঘোষ জানান, আট বিঘা জমিতে ধান চাষ করেছিল তিনি, এর আগের বৃষ্টির জলে সেগুলি বেশির ভাগটাই নষ্ট হয়ে গেছে, পরবর্তী সময়ে প্রথম আলু চাষ করে পুরো আলুর বীজ এক দফা নষ্ট হয়ে গেছে। এরপর ফের আলু চাষ করে কিছুদিন আগে যে জল হয়েছিল সেই জলেও আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন বাবা। এরপর থেকে মানসিক অবসাদের মধ্যে ভুগছিলেন, ডাক্তার দেখানোরও কথা ছিল তাঁকে। এর মধ্যেই এদিন ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিন লক্ষ টাকা মহাজনী ঋণ নিয়ে চাষ করেছিলেন। এছাড়াও বাড়িতে বিবাহ উপযোগ্য দুই কন্যা থাকায় আরও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। এরপরই এমন চরম সিদ্ধান্ত নেয় বলে অনুমান। এদিন শুক্রবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া।
Social