দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ দিন দিন পথদুর্ঘটনা বেড়েই চলেছে আর সেই পথদুর্ঘটনা এড়াতে তৎপর বাঁকুড়া জেলা পুলিশ। সোমবার সকাল থেকেই বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ইন্দাস থানার পক্ষ থেকে পথদুর্ঘটনা রুখতে কড়া নিরাপত্তা চালানো হয়। এদিন ইন্দাস থানার পক্ষ থেকে ইন্দাস বাজার সহ বাঁকুড়া-পূর্ব বর্ধমান সিমান্ত সংলগ্ন এলাকা ও ইন্দাসের খাড়ারা এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন ও যে সমস্ত চারচাকা গাড়ির আরহীরা সিটবেল্ট পরেনি এবং ওভার স্পিডে যে সমস্ত গাড়ি যাতায়াত করছে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করে পুলিশ।
ইতিপূর্বে ইন্দাস ব্লক এলাকায় বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে এবং প্রাণও গেছে বেশকিছু যুবকের। বিশেষ করে যুবকদের সচেতন করতেই এই বিশেষ অভিযান বলে জানা যায়। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল-এর নেতৃত্বে প্রতিনিয়ত এলাকার মানুষদের সচেতন করতে বিভিন্ন রকম ভাবে প্রচার অভিযান চালানো হয়েছে ইতিপূর্বে, তবে বারবার সচেতন করা সত্ত্বেও হুশ ফিরছে না একশ্রেণীর সবজান্তা বাইক চালকদের।