টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্তমান শাসকদল তৃণমূলের দুই হকার ইউনিয়ন বর্ধমান শহরের বি.সি. রোড কার্জন গেটে বহু পরিচিত একটি কালীপুজো, বর্ধমান হকার্স ইউনিয়নের। এই কালীপূজা হকার্স ইউনিয়নের নেতা প্রসেনজিৎ দাস করতেন এবং এখনও করে যাচ্ছেন। কিন্তু, এবছর দেখা গেল ভিন্ন ছবি বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের পাশে আর একটি পুজো প্যান্ডেল হচ্ছে এবং সেই পূজা পরিচালনা করছেন আরও এক গোষ্ঠী। বর্ধমান শহরে সাধারণ মানুষের মনে প্রশ্ন দু’রকম দুটো গোষ্ঠীর কালীপুজো এ বছর কেন হচ্ছে, প্রতি বছর বি.সি. রোডে একটি পুজো হয় হকার্স ইউনিয়নের এ বছর অপর একটি গোষ্ঠী শুরু করেছে এই কালীপুজো। কিন্তু, বর্তমানে হকার্স ইউনিয়নের নেতা এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, পুজো যতই বেশি হবে ততই মানুষের ভালো হবে মানুষ আনন্দ বেশি পাবে। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো রকম মুখ খুললেন না তিনি ।
অপরদিকে বাবু ভাই নামে পরিচিতি হকার ইউনিয়ন নেতা দাবি করেন যে, পুজো যত হবে তত মানুষের আনন্দ বেশি হবে এবং তিনিও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দু’রকম দুটো পুজো নিয়ে কোনো রকম মুখ খুললেন না। এই বছর প্রথম পুজোর দ্বিতীয় গোষ্ঠীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বিধায়ক খোকন দাস বলে জানান তিনি।
Social