Breaking News

তারকেশ্বরে পৌর নির্বাচনের প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

 

আশিস কুমার ঘোষ, হুগলিঃ সকলকে টেক্কা দিয়ে তারকেশ্বরে বামফ্রন্ট পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা করল। সামনেই তারকেশ্বরে পৌর নির্বাচন, এমত অবস্থায় সেখানে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল এবং বিজেপি এখনও পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণা করে উঠতে পারিনি। সেই খানে বামফ্রন্ট পৌর নির্বাচনে প্রার্থী ঘোষণা করে সকলকে টেক্কা দিল। বৃহস্পতিবার বিকেলে তারকেশ্বর বামফ্রন্টের জোনাল অফিস থেকে আগামী পৌর নির্বাচনে তাদের যে সকল প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে তাদের নাম ঘোষণা করে। উপস্থিত ছিলেন তারকেশ্বর বামফ্রন্টের এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা, তারকেশ্বর সমন্বয় কমিটির সভাপতি মুকুল ঘোষ, সম্পাদক সুভাষ পাল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

 এদিন তারা তারকেশ্বর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করেন, সেগুলি যথাক্রমে ১ নম্বর ওয়ার্ডে জীবন চ্যাটার্জী, ২ নম্বর ওয়ার্ডে শম্ভু ঘোষ, ৩ নম্বর ওয়ার্ডে করুণা পাল, ৪ নং নম্বর ওয়ার্ডে মুকুল ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের সৌরভ গাঙ্গুলী (রেড ভলেন্টিয়ার্স), ১০ নম্বর ওয়ার্ডে বরুন পাখিরা (রেড ভলেন্টিয়ার্স),১১নম্বর ওয়ার্ডে তাপস পাত্র, ১২ নম্বর ওয়ার্ডে পম্পা মাইতি,১৩ নম্বর ওয়ার্ডে রেবা ভট্টাচার্য,১৫ নম্বর ওয়ার্ডে তারাপদ বাগ প্রার্থী হয়েছেন। এর পাশাপাশি জানানো হয় আপাতত তাদের শরিক দল কংগ্রেস ও অন্যান্য ধর্ম নিরপেক্ষ দলগুলির সাথে আলোচনা করে আগামী দিনে ৫, ৬, ৭, ৯, ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

About Burdwan Today

Check Also

ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *