মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ঠান্ডা পড়তেই পুলিশের মানবিক মুখ। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও ইলামবাজার থানার সহযোগিতায় ইলামবাজার থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উজ্জ্বলময় উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ, ইলামবাজার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র রায় এছাড়াও ইলামবাজার থানার অন্যান্য স্টাপ বৃন্দ।
এদিন এলাকার কম বেশি ২০০ জন দুঃস্থ ব্যক্তিদের হাতে এই শীতবস্ত্র প্রদান করা হয়। পুলিশের এ হেন মানবিক উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী।