মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ পূজা পূজা পূজা বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। বাঙালি বড় উৎসব দুর্গাপূজা। ঠিক দূর্গা পূজার পরেই কালীপূজা ভাতৃদ্বিতীয়া এরপরেই শুরু হলো জগদ্ধাত্রী পূজা। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিকরবেতা গ্রামে সর্বপ্রথম অনুষ্ঠিত হলো জগদ্ধাত্রী পূজা।
এই পূজার উদ্বোধনী অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ছিলেন ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মু উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ দুলাল চন্দ্র রায়। তাছাড়াও উপস্থিতি ছিলেন জয়দেব কেন্দুলীর অঞ্চল কমিটি তৃণমূল সভাপতি শেখ সাত্তার হোসেন, জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির আই সি বিপ্লব দত্ত। এদিনের গৌরবময় উপস্থিতির মাধ্যমে পুজোর উদ্বোধন হয়। এই পূজাকে কেন্দ্র করে এলাকায় একটি মেলা বসেছে। এছাড়াও বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। এলাকায় সর্বপ্রথম জগদ্ধাত্রী পূজা হওয়ায় এক খুশির আবেগে ভেসেছে এলাকাবাসী।
Social