দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো রামভক্ত হনুমানের। ঘটনাটি ঘটেছে আকুই ইন্দাস রোডে বলিয়ারা বাস স্ট্যান্ডের মাঝখানে। হিন্দুশাস্ত্র মতে রাম রাবনের যুদ্ধে হনুমানের কথা শোনা যায়। তখন থেকে হিন্দু ধর্মের মানুষরা হনুমানকে দেবতা হিসাবে পুজা করে আসছে। এদিন দুর্ঘটনায় হনুমানে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকার সূত্র মারফত জানা যায় যে, ওই হনুমানটি ওই এলাকায় থাকতো। এলাকায় মানুষদের আদুরে হয়ে উঠেছিল।
হনুমানটির মৃত্যুতে এলাকায় মহিলা ও পুরুষরা সকলে মিলে ধুপ ধুনো দিয়ে খোল করতাল বাজিয়ে হরিনাম গাইতে গাইতে চোখের জলে শেষ যাত্রাতে পা মেলান। শেষ এই যাত্রায় পা মেলান ইন্দাস বক্ল তৃণমূল কংগ্রেস সহসভাপতি কুন্তল মন্ডল সহ আকুই-১ এর উপপ্রধান দিনবন্ধু নন্দী সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও সাধারণ মানুষ সহ আকুই আউট পোস্টের পুলিশ কর্মিরা। মৃত হনুমানটিকে বলিয়ারা কালিতলাতে হিন্দুশাস্ত্র মতে সমাধিস্থ করা হয়।
Social