দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ জাতীয় পতাকার অবমাননা। এবার খোদ একটি চিকিৎসা কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননা চিত্র দেখা গেলো ইন্দাসে। সোমবার ১৫ আগষ্ট সারা দেশ ব্যাপী যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পাল হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। কিন্তু, তার মধ্যে দেখা গেল জাতীয় পতাকা উল্টো করে লাগানো অর্থাৎ সবুজ উপরে এবং গেরুয়া দিকটা নিচে। এমনি চিত্র দেখা গেল বাঁকুড়ার ইন্দাসে রোল অঞ্চলে এক চিকিৎসা কেন্দ্রে।