টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ উত্তরপ্রদেশ, গোয়া, মনিপুর, উত্তরাখণ্ড, এই চার রাজ্যে বিরোধীদের ধরাশায়ী করে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। সেই উচ্ছ্বাসে সামিল পূর্ব বর্ধমানও। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ের সামনে গেরুয়া আবীর মেখে উচ্ছ্বাসে বিজেপি কর্মীরা। পাশাপাশি এদিন পথচলতি মানুষদের লাড্ডু খাওয়ানো হয় এবং সেখান থেকে বাইক রেলি করে বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় পরিক্রমা করল পূর্ব বর্ধমান জেলা বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাঁ, তাছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের বিজেপির কর্মী-সমর্থকেরাও।
Check Also
ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা
https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr
Social