পাপু লোহার, গলসিঃ ২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে গলসি থানার পারাজ মানিক মোড়ের কাছে। মঙ্গলবার বিকেলে দুই ব্যক্তি মোটর সাইকেলে করে পারাজের মানিক বাজারের কাছে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দুই বাইক আরোহী জাতীয় সড়কের উপরে ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই বাইক আরোহী। এই ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলটি লরির তলায় আটকে যায়। প্রায় ১ কিলোমিটার রাস্তা লড়িটি এগিয়ে গেলে রাস্তায় মোটর সাইকেল ঘষা খেয়ে আগুন জ্বলে যায়। লরি ছেড়ে পালায় লরির চালক ও খালাসি। মুহূর্তের মধ্যে গোটা লরি আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। এই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, ঘটনাস্থলের ভিড় করা আমজনতাকে সরিয়ে দেয় পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থেকে দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার জেরে কোলকাতা – দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আগুন নিভে যাওয়ার পর লরিটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গলসি থানার পুলিশ মৃতদেহ গুলিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনার ঘাতক লরির পলাতক চালক ও খালাসীথ খোঁজ চালাচ্ছে গলসি থানার পুলিশ।
Social