টুডে নিউজ সার্ভিসঃ এবার গরুপাচার কান্ডে তলব করা হল দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডল-কে। সম্প্রতি গরুপাচার কান্ডে তলব করা হয় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)-কে। এবার দেবের ছবির প্রযোজককে তলব করেছে সিবিআই। শুক্রবার নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রযোজক পিন্টু মণ্ডল-কে। সূত্রে খবর, দেব অভিনীত এক ছবিতে কয়েক কোটি টাকা পিন্টু মণ্ডল মারফত দিয়েছিলেন এনামুল হক এমন একটি তথ্য উঠে এসেছে সিবিআই-এর হাতে। এমনকি গরুপাচার কান্ডের অবৈধ অর্থ টলিউডের বিনিয়োগ করা হয়েছে কিনা, সে বিষয়ে জানতেই পিন্টু মণ্ডল-কে তলব।
Check Also
কৃষিকাজে বিপ্লব আনছে মহিলা চাষীদের দ্বারা ড্রোন ব্যবহারের মাধ্যমে
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এইচডিএফসি পরিবর্তনের উদ্যোগে ও গ্র্যান্ট থর্নটন ভারতের সহায়তায় স্ত্রী প্রকল্পের অধীনে …