টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনার কুতিরডাঙ্গা এলাকায় মঙ্গলবার দেয়াল চাপা পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। আহত ওই মহিলা কালনা হসপিটালে চিকিৎসাধীন। দিনকয়েক ধরেই টানা বৃষ্টি হওয়ায় একটি ইটের দেয়াল নরম হয়েছিল, ওই দেয়ালের পাশেই একটি জায়গায় উঠে কিছু পাটকাঠি রাখতে উঠেছিলেন অসীমা চৌধুরী নামের ওই মহিলা। এমন সময় ওই দেয়াল ধরে নামতে দেওয়ালটি হুড়মুড়িয়ে তার গায়ের মধ্যে ভেঙে পড়ে। ফলে তিনি দেয়াল চাপা পড়ে যান মাথা এবং পায়ে গুরুতর চোট আঘাত লাগে। বর্তমানে কালনা হসপিটালে চিকিৎসাধীন আহত ওই মহিলা।
Social