টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কালবৈশাখীর প্রথম ঝড়ে ওয়েলকাম বর্ধমান গেট ভেঙে বিপত্তি। যার ফলে বন্ধ হয়ে যায় বর্ধমান শহরের প্রবেশের মূল প্রবেশদ্বার। সৃষ্টি হয় যানজট। বেলা গড়াতেই আকাশের মুখ ভার কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ হঠাৎই দেখা কালবৈশাখীর। আর কলকাতা থেকে বর্ধমান শহরে প্রবেশের মুখে উল্লাস মোড়ে জিটি রোড-এর উপর শহরের সৌন্দর্যায়নে বর্ধমান পৌরসভা ওয়েলকাম বর্ধমান গেট তৈরি করে তা এদিনের এই কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনায় আহত ও হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন।
যদিও রাস্তাটি ফোর লেন হওয়ায় কিছুসময়ের মধ্যে যানচলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। পথচলতি সাধারণ মানুষরা জানান, এই ঝড়ে এই গেটটি ভেঙে যাবে এটা মেনে নেওয়া যায় না এটি নজরদারির অভাব রয়েছে।
Social