বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ প্রচণ্ড দাবদহের মধ্যে বিকেলের ঝড়ে একটু স্বস্তি হলেও ঘটে গেল বিপত্তি। কৃষ্ণনগর রোড এলাকার এক ব্যক্তি স্কুটার নিয়ে বাড়ি ফিরছিলেন, ফেরার সময় রেল ব্রিজের কাছে একটি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। যদিও স্থানীয় মানুষের তৎপরতায় উদ্ধার করে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র মারফত জানা যায়, ওই ব্যক্তির নাম রবীন্দ্রনাথ প্রামানিক(৫৯) বাড়ি কৃষ্ণনগর রোড স্টেশন এলাকায়।
পেশায় রবীন্দ্রনাথ বাবু একজন সঙ্গীত শিল্পী ছিলেন। সঙ্গীত অনুষ্ঠানের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন হঠাৎই পথে ঘটে গেল বিপত্তি। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যু সংবাদে শোকাহত পরিবার ।।