টুডে নিউজ সার্ভিস, কালনাঃ কালনা পৌরসভার কদমতলার নিষিদ্ধপল্লী এলাকায় এবার দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন হাজির ছিলেন কালনার মহকুমাশাসক সুরেশ কুমার জগৎ, কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েল, তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরজিৎ হালদার সহ কালনা পৌরসভার বিভিন্ন কাউন্সিলররা, নিষিদ্ধপল্লী এলাকায় মহিলারা দুয়ারে সরকারের শিবিরে পেশাগত কারণে লজ্জায় অনেকেই পৌঁছাতে পারতেন না। আর এদিন ওই নিষিদ্ধ পল্লী এলাকায় ক্যাম্প হওয়ায় খুশি তারা। কারও জন্ম সার্টিফিকেট, কারও স্বাস্থ্যসাথী, কারোবা লক্ষ্মী ভান্ডার সমস্ত কিছু সুবিধা এদিনের এই দুয়ারে সরকারের শিবির থেকে নেন তাঁরা।
Social