পাপু লোহার, কাঁকসাঃ বৃহস্পতিবার কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গা পুজোর উদ্বোধন করলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে পুজোর সূচনা করেন তিনি। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন জয়সওয়াল ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ সহ পুজোর উদ্যোক্তারা।
এদিন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী-কে দেখার জন্য পুজো মণ্ডপে বহু মানুষ ভিড় জমান। পুজোর উদ্যোক্তা বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, এ বছর তাদের পুজো ৯ বছরের পদার্পণ করেছে। প্রতিবছরই তারা পুজোর উদ্বোধনে নানান চমক রাখেন। এ বছর তাদের পুজোর উদ্বোধন করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। পাশাপাশি পুজোর কয়েকটা দিন নানান সমাজ সেবামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পুজো উদ্বোধনের পরই পুজো মণ্ডপে ভিড় জমান এলাকার মানুষ।
Social