বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ ডিজেল করল সেঞ্চুরি এবার অভিনব ভাবে প্রতিবাদের সুরে পথে নামল তৃণমূল। পৌরসভার ময়লা পরিষ্কারের গাড়ি দড়ি বেঁধে টেনে নিয়ে গেলেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এই প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে দিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতৃত্ব। বললেন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই কি হল, দেশের কি অর্থনৈতিক পরিকাঠামো ভেঙ্গে পরল। শান্তিপুরের রাজপথে এভাবেই প্রতীকী বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল। বুধবার এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামানিক, শান্তিপুর আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
এদিনের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে দিয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি বলেন, এতদিন যে ভাবেই হোক সামাল দিয়েছি আমরা, কিন্তু আর নয়। কেন্দ্র সরকারের নেতৃত্বে যেভাবে দেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে তার শিকার হতে হচ্ছে আমজনতার। পেট্রোল, ডিজেল, এবং রান্নার গ্যাস মূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, তবুও কর্ণপাত নেই কেন্দ্র সরকারের। এবার ডিজেল করল সেঞ্চুরি। গোটা শান্তিপুরে পরিষেবা দেওয়ার জন্য পৌরসভার যে গাড়ি গুলি রয়েছে সেগুলি এখন চলবে কি করে। আমরা কেন্দ্র সরকারের এই নীতিকে তীব্র ধিক্কার জানাই। দেশকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ছাড়া বিকল্প কিছু নেই।
Social