বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে কুপিয়ে খুন। বাবা মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া থানার রানীনগর তুত বাগান এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা ডোমন রাজোয়ার (৬৩) এবং তার স্ত্রী সুনিতা রাজোয়ার (৫৫) এবং তার মেয়ে মালা মন্ডল একই বাড়িতে থাকতেন। জানা যায় বেশ কয়েক বছর আগে তাদের মেয়ে মালা রাজোয়ার (২৮) বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই কারণে মালা মন্ডল সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। রাতে প্রতিদিনের মতো তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কয়েক জন দুষ্কৃতী চড়াও হয় ডোমন রাজোয়ারের বাড়িতে। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ডোমন রাজোয়ার এবং সুমিতা রাজোয়ারকে গলার নলি কেটে খুন করে দুষ্কৃতীরা। এর পরে বিষয়টি বুঝতে পেরে মালা রাজোয়ার বাড়ি থেকে বেরিয়ে পালাতে যায়, ঠিক তখনই দুষ্কৃতীরা তাকে পিছনে ধাওয়া করে এলোপাথাড়ি কোপাতে থাকে। আওয়াজ পেয়ে প্রতিবেশীরা উঠে দেখে দুষ্কৃতীরা পালিয়েছে এবং বাইরে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় মালা রাজোয়ার। এরপরে ঘরে গিয়ে দেখেন তার বাবা-মা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। যদিও ওই তিন শিশু কন্যাকে কোন আক্রমণ করেনি দুষ্কৃতীরা।
এরপরই এলাকাবাসী তরফ থেকে খবর দেওয়া হয় পলাশীপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহগুলি রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও ঘটনাটি কারণ তা এখনও স্পষ্ট নয়। মৃত রাজোয়ার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এই কারণেই তার সঙ্গে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে ছিল তার জেরেই খুন নাকি অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
Social