পাপু লোহার, কাঁকসাঃ কাঁকসা থানার পক্ষ থেকে ঈদের নামাজের পরে সকল মানুষের হাতে জলের বোতল তুলে দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও এদিন তৃণমূলের পক্ষ থেকে দানবাবা প্রাঙ্গনে ঈদের নামাজের পর সকলের হাতে জলের বোতল তুলে দিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এদিন কাঁকসার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি ও কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি সন্দীপ চট্টরাজ দানবাবা প্রাঙ্গনে ইমামদের হাতে মিষ্টির প্যাকেট ও ফুলের তোড়া তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। সকলে একে অপরের গলা মিলিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা প্রদান করেন।
পল্লব ব্যানার্জি জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক অনুষ্ঠানে সামিল হন তার চলার পথকে অনুসরণ করে কাঁকসা তৃণমূল কংগ্রেসের ছোট্ট প্রয়াস ঈদের সকালে দানবাবা মাজারে উপস্থিত সমস্ত মসজিদের ইমামদের ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এছাড়াও মাজারে নামাজ পড়তে আসা মানুষদের জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
Social