ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

 


টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জিটিজিয়েসের  পরিচালনায় “বেঙ্গল ওপেন ২০২২ – ইন্টারন্যাশানাল ফিমেল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ” গত ২৭ মার্চ, ২০২২ তারিখে কলকাতার দমদম এস্টেটে আয়োজিত হয়। এই প্রতিযোগীতায় ভারতের বিভিন্ন রাজ্য সহ ইরান, পাকিস্তান, কানাডা, পর্তুগাল, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী  অংশগ্রহণ করে।
পূর্ব বর্ধমানের দ্যা মার্শাল আর্টস অ্যাকাডেমি টেকনিক্যাল ডিরেক্টর এবং চিফ কোঁচ শিহান দেবাশীষ কুমার মন্ডল জনিয়েছেন যে, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৩ জন অংশগ্রহণ করে এবং মোট ৬ টি পদক (৩টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ) জয়লাভ করে। তারা হলেন, ১) লগ্নজিতা খাঁ  –  সোনা –  ৮ বছরের মহিলা কাতা বিভাগ – রুপো –   ৮ বছরের মহিলা কুমিতে বিভাগ
২) শ্রেয়সী ঘোষ – সোনা- ১২ বছরের মহিলা কাতা বিভাগ –  রুপো – ১২ বছরের – ৪০ কেজি মহিলা কুমিতে বিভাগ
৩) সৃজা দাস  –  ব্রোঞ্জ –  ঊর্ধ্ব ১৮ বছরের মহিলা কাতা বিভাগ – সোনা – ঊর্ধ্ব ১৮ বছরের -৫০ কেজি মহিলা কুমিতে বিভাগ
দেবাশীষ বাবু আরও জানান যে, কোভিড পরিস্থিতির পর এই অফলাইন ক্যারাটে প্রতিযোগিতায় পদক লাভ করে সকলে খুব খুশি।

About Burdwan Today

Check Also

বন্ধ কারখানার আবাসনে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *