টুডে নিউজ সার্ভিস, হলদিয়াঃ অবৈধ পার্কিংয়ের জেরে সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে রামতারক এলাকায় সকালে আত্মীয়ের বাড়িতে সবজি দিতে যাওয়ার সময় রাস্তার ধারে এক ডাম্পার ধাক্কা মারে মহিলাকে। মহিলার নাম মেনকা প্রামানিক(৪৮)। ঘটনায় উত্তেজিত এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে।
এলাকাবাসীদের মূলত দাবি, রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করা থাকে। আর তার জেরে এই দুর্ঘটনা। রাস্তার উপরে মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ চলে অবরোধ।