টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে শনিবার একগুচ্ছ দাবি নিয়ে ফের আন্দোলনে অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার বর্ধমান শাখার কর্মীরা। তাদের দাবি, আমরা ঝড়-বৃষ্টি-রোদ-গরম কোনো কিছু না দেখে পরিষেবা দিয়ে যাচ্ছি, কিন্তু মাইনে বাড়ছে না। পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে বাইক নিয়ে তারা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন কিন্তু কোম্পানি তাদের মাইনে কেটে নিচ্ছে সময়মতো না পৌঁছালে অথচ পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় তাদের মাইনে বাড়ানোর কোনো চিন্তা-ভাবনা নেই এই নিয়ে আন্দোলনে নামলো সুইগীর হোম ডেলিভারি বয়রা। তারা জানান অনির্দিষ্টকালের জন্য কাজবন্ধ করা হলো যতক্ষণ না আমাদের দাবি মানছে কোম্পানি, তাদের এই কাজ পুরোপুরি ভাবে বন্ধ থাকবে।
Check Also
প্রকাশ্য রাস্তায় ফেলে যুবককে কুপিয়ে খুন, গ্রেফতার ১ মহিলা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। এক মহিলার হাতে …