মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বাংলা নদীমাতৃক রাজ্য। ইলামবাজার ও কাঁকসা ব্লকের মাঝখানে প্রবাহিত হয়ে চলেছে অজয় নদী। আর এই অজয় নদীর দুই কুলে যথেষ্ট ভাবে বালি তুলে মাটি বার করে দেওয়া হয়েছে। আর সেই মাটিতেই চলছে বেআইনিভাবে চাষাবাদ। ফলে নদীর গতিপথ আটকে চলছে বেআইনি চাষাবাদ।
প্রশ্ন! প্রশাসনের নজরকে কিভাবে এড়িয়ে চলছে এই চাষাবাদ? নদীর মাঝখানে হুমকি দিয়ে যে যতটা পেরেছে চাষের জন্য জায়গা করে নিয়েছে। আর সেখানেই বছরে দুই থেকে তিনবার ফসল ফলাচ্ছেন। বীরভূমের ইলামবাজার ও পশ্চিম বর্ধমানের কাঁকসা এই ব্লকের প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে এই চাষাবাদ? নাকি প্রচ্ছন্নভাবে মদত রয়েছে প্রশাসনে? পরিবেশবিদরা বলছেন এইভাবে নদীগর্ভে চাষ চলতে থাকলে নদী তার গতিপথ হারাতে পারে। উল্টে ক্ষতি হবে সাধারণ মানুষের। অতিসত্বর নদীগর্ভে চাষাবাদ বন্ধ না হলে পরিবেশের ইকোসিস্টেম নষ্ট হতে পারে বলে মনে করছেন সাধারণ বুদ্ধিজীবী মানুষেরা।
Social