আশিষ কুমার ঘোষ, তারকেশ্বরঃ বিগত দু’বছর পর আবারও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো তারকেশ্বরের বুড়িমা পুজো। তারকেশ্বর পৌরসভার অন্তর্গত জয় কৃষ্ণ বাজার এলাকায় বুড়িমার (ওলাইচন্ডী মা) পুজো আনুমানিক ৬০ বছর ধরে হয়ে আসছে। কিন্তু, মহামারীর জেরে বিগত দু’বছর সেই ভাবে পূজা অনুষ্ঠিত হয়নি, মেলেনি মেলা করার অনুমতি। একপ্রকার ঘটেপটে এই দু’বছর পুজো অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবার বেশ জাঁকজমকপূর্ণ ভাবে ঐতিহ্যবাহী বুড়িমার পূজা অনুষ্ঠিত হলো।
কমিটির পক্ষ থেকে অভিষেক চক্রবর্তী জানান, বুড়িমা পুজো খুবই জাগ্রত, আনুমানিক ৬০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। এলাকায় দুর্গা উৎসবের মতো এই পুজোতে প্রত্যেক বাড়িতে আত্নীয়স্বজন এসে উপস্থিত হয়। সকলে মিলে একসাথে এই পুজোর আনন্দে মেতে উঠে। বহু মানুষ এই বুড়িমা পুজোয় মানত করে পুজো দিয়ে তাদের মনস্কামনা পূরণও হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, প্রার্থনা করি মহামারী যেন চিরতরে দূরে চলে যায়, সমস্ত মানুষ যেন আনন্দে থাকতে পারে, আর মায়ের মন্দিরকে বড় করে গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এদিন বহু মানুষ মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। পূজাকে কেন্দ্র করে মেলাও বসে।
Social