মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ মর্মান্তিক পথ দুর্ঘটনা। পানাগর মোরগ্রাম রাজ্য সড়কের উপর ইলামবাজারে বারুইপুর পেট্রোল পাম্পের সন্নিকট একটি মোটরসাইকেলের সঙ্গে পাথরবোঝাই ১০ চাকা লরির সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা এবং গুরুতর আহত ২। আহতদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানা পুলিশ পৌঁছে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।