টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাবুরবাগে আত্মঘাতী তুহিনা খাতুন-এর বাড়িতে এলেন ভাঙর বিধানসভা কেন্দ্রের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি এদিন জানান, মৃতার পরিবারের পাশে থাকবেন এবং হাইকোর্টের দ্বারস্থ হবেন যদি রাজ্য প্রশাসক কোনোরকম পরিবারের সঙ্গে থেকে সহযোগিতা না করে এবং দোষীদের শাস্তি না হয় তার জন্য যা যা করার করবেন। আগামী দিনে আরও বলেন বৃহত্তর আন্দোলনে যাবেন পরিবারের হয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাশাপাশি কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা পরিবারের উপর কোনোরকম টর্চার না হয় তার জন্য পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং চারটি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে তুহিনা খাতুন-এর বাড়ির চারিপাশে।
