প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বারোমাসেই যেন পূজা-পার্বণে মেতে থাকেন আপামর বাঙালি। নতুন বছর বৈশাখের শুরুর আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষের দিনে হয় গাজন উৎসব। পূর্ব বর্ধমানের বর্ধমান দু’ব্লকের গাংপুরের জোতরামে প্রায় শতাধিক বছরের প্রাচীন শিবের মন্দিরের গাজন উৎসবকে ঘিরে মেতে ওঠেন গ্রামবাসীরা। এখানে মহেশ্বর শিব ভীমরাজ নামে পরিচিত। এখানেই গাজন উৎসব নিয়ে বাবার আরাধনায় মেতে ওঠেন সন্ন্যাসীরা। বৃহস্পতিবার গাজন সোমবার থেকেই সমস্ত রকম পুজো রীতিনীতি মেনে গাজন উৎসবের সূচনা। এই দিন থেকে সন্ন্যাসীরা কঠোর নিয়ম পালন করেন। এই বাবা ভীমরাজকে নিয়ে রয়েছে বহু ইতিহাস।
পাশাপাশি এই গাজন উৎসবকে ঘিরে প্রত্যেক বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা, গান বাজনার আয়োজন করা হয় কিন্তু, গত দু’বছর কোভিডের জন্য তা পুরোপুরি বন্ধ থাকায় এ বছরের সংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালার আয়োজন করায় খুশী উদ্যোক্তা থেকে গ্রামবাসীরা।
Social