মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। এদিন গরু পাচার মামলায় সিবিআইকে অসহযোগিতার কারণে গ্রেফতার করা হল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকালে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিন সকাল ১০ টায় জেলা সভাপতির বাড়িতে ঢোকেন সেখানে জেলা সভাপতিকে দেড় ঘন্টা জেরা করার পর সিবিআইয়ের আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। তারমধ্যে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িটাকে সিআরপিএফ দিয়ে পুরো ঘিরে ফেলা হয়েছিল। গ্রেফতার করার পর তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। তারপর সিবিআই তাঁকে আসানসোল সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে।