পাপু লোহার, পানাগড়ঃ শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং-এর জন্মদিবস অনুষ্ঠিত হলো পানাগর বাজারের গুরুদুয়ারে। এদিন গুরুদুয়ারে দুপুর থেকে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়। চলে ধর্মীয় গ্রন্থ পাঠ।
এদিন পানাগর বাজার সহ আশেপাশের শিখ ধর্মের মানুষেরা ছাড়াও ভিন্ন ধর্মের মানুষেরাও গুরুদুয়ারে অনুষ্ঠানে যোগ দেন। গুরু দুয়ারে আসা সমস্ত মানুষের জন্য বিশেষ নম্বর খোলা হয় এদিন দুপুরে।
গুরুদুয়ারা কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতিবছরের মতো এবছরও মহাধুমধামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অখন্ড পাঠ করার পাশাপাশি কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানের পর জনসাধারণের জন্য এবং সকল ধর্মীয় মানুষদের জন্য লঙ্গর খোলা হয়।
Social