টুডে নিউজ সার্ভিস, জলপাইগুড়িঃ একদিন যারা আমাদের দেখে হেসে ছিলো আজ তাদের দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিজেপির প্রতিষ্ঠা দিবসে বললেন জলপাইগুড়ি জেলা সভাপতি। বুধবার ৬ এপ্রিল এই দিনেই ভারতীয় জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিলো সেই হিসেবে আজ দেশের শাসন ক্ষমতায় এবং রাজ্যের বিরোধী দলের ভূমিকায় থাকা বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এই বিশেষ দিনটিকে।
প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মধ্যে দিয়েই আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সেবা সপ্তাহের বিভিন্ন কর্মসূচি কথাও ঘোষণা করেন জেলা সভাপতি বাপি গোস্বামী। তিনি বলেন, এই দিনটি অত্যান্ত খুশির দিন পাশাপাশি যাদের দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে আজ বিজেপি দল এই শিখরে পৌঁছেছে তাদের স্মরণ করার দিন, তবে প্রতিষ্ঠা দিবসের দিনেও কংগ্রেস এবং কমিউনিস্ট দের খোঁচা দিতে ছাড়েননি তিনি। বিজেপি জেলা সভাপতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, একদিন যারা সংসদে আমাদের সদস্য সংখ্যা নিয়ে হাসাহাসি করতো আজ সেই কংগ্রেস এবং কমিউনিস্টদের দূরবীন দিয়ে খুঁজতে হয়।