দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ‘হয় চাকরী দিন, নয় স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন’ দাবী করে আন্দোলনে নামলে টেট উর্ত্তীর্ণ প্রাথমিক শিক্ষকতার চাকরীপ্রার্থীরা। বুধবার প্লাকার্ড হাতে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হলেন তাঁরা। একই সঙ্গে তাঁদের তরফে এক প্রতিনিধি দল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে গিয়ে তাঁদের দাবিপত্র তুলে দেন।
আন্দোলনকারী চাকরী প্রার্থীদের দাবি, আমরা ২০১৪ সালের টেট উত্তীর্ণ ও অন্তর্ভূক্ত না হওয়া প্রার্থী। রাজ্যের মুখ্যমন্ত্রী ১১ নভেম্বর, ২০২০ এক সাংবাদিক সম্মেলন করে ২০১৪-র টেট উর্ত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়ার কথা ঘোষণা করেন। এই ঘোষণায় আমরা ও আমাদের পরিবার আশার আলো দেখেছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার! আজও আমরা নিয়োগপত্র পেলামনা। সারা রাজ্যে এই নিয়োগপত্র না পাওয়ার সংখ্যা যেখানে ৮ হাজার, শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই সেই সংখ্যা প্রায় ১ হাজার। এই মুহূর্তে অনেকের সরকারী চাকরীর বয়সের সময়সীমা অতিক্রম করতে চলেছে। এই অবস্থায় তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান। একই সঙ্গে চাকরী না দিতে পারলে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক বলে আন্দোলনকারীরা দাবি তুলেছেন।
Social