টুডে নিউজ সার্ভিস, সিঙ্গুরঃ আন্দোলনের পিতৃভূমি হিসাবে পরিচিত সিঙ্গুর। এই সিঙ্গুর থেকেই উত্থান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ধর্নায় বসেছিল রাজ্য বিজেপির বহু নেতানেত্রীরা। অবশেষে ১৬ তারিখ শেষ হয় ধর্না। শুক্রবার সেই ধর্না মঞ্চ শুদ্ধিকরণ করতে এগিয়ে এলেন সিঙ্গুরের বিধায়ক তথা শ্রম মন্ত্রী বেচারাম মান্না। বিধায়কের নেতৃত্বে এদিন সকাল থেকে ঝাঁটা, গোবর, গঙ্গাজল নিয়ে ময়দানে নেমে পড়েন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। এই শুদ্ধিকরণে ছিলেন অসংখ্য মহিলারাও। তাঁরা গোবর জল ও ঝাঁটা হাতে ওই শুদ্ধিকরণে হাত লাগান। এমনকি কীর্তনের মধ্যে দিয়ে চলে সিঙ্গুরের মাটি শুদ্ধিকরণ। উলুধ্বনি, কীর্তনের মধ্যে দিয়ে সম্পূর্ন হয় এই কাজ।
এদিন বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না বলেন, “সারা দেশে কৃষকদের প্রতি বঞ্চনা করেছে বিজেপি, কৃষকদের মারা হয়েছে, রাসায়নিক সারের মূল্যবৃদ্ধি। এই পাপ করার পর সিঙ্গুরে এসে কৃষকপ্রেম দেখাচ্ছে বিজেপি। তিনদিন ধরে বিজেপি কৃষকহীন কৃষি আন্দোলনের নাটক করল। তাতে সিঙ্গুরের ভূমি দূষিত হয়েছিল। তাই আজ সেই ভূমি শুদ্ধ করলাম।”
এদিন উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হরিপালের বিধায়ক কবীর মান্না এবং তৃণমূলের কর্মী সমর্থকরা।
Social