দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ এবার সামাজিক বয়কটের পর্যায় মাত্রা ছাড়া হওয়ায় বাধ্য হয়ে গ্রাম ছাড়লেন ময়নুদ্দিন শেখ-এর পুরো পরিবার। এর আগে পানীয় জল, পুকুর ঘাট, হাট বাজার বয়কটের ফতোয়া জারি করে বাঁকুড়ার জয়পুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইয়ামিন শেখ ও তার অনুগামীরা। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার ফলে তাদের ওপর হুমকি দেওয়া হয়। গাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় ইয়ামিনের লোকজন। এমনকি থানায় ঘটনায় জানা সত্বেও কাজ হয়নি। একবার শুধুমাত্র সিভিক পাঠিয়ে শুধু কয়েক বোতল খাবার জল ভরার ব্যবস্থা করেই দায় সারে পুলিশ।
এখনও পর্যন্ত কোনো উর্দ্ধতন প্রশাসনিক কোন ব্যক্তির দেখে মেলেনি বলে তাদের অভিযোগ। কিন্তু হাট বাজার বয়কট থাকায় তারা কিছু কিনতে না পারায় খাবার পর্যন্ত জোটেনি। এই অবস্থায় প্রাণে বাঁচতে পুরো পরিবার তাদের পারিবারিক গাড়ি চড়ে সকালেই গ্রাম ছাড়তে বাধ্য হন এবং এই অবস্থায় পরিবারটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচার চাইছেন। এমনকি প্রয়োজনে তারা দিদির কাছেও দরবার করবেন। এদিকে, যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল ব্লক সভাপতি ইয়ামিন শেখ অবশ্য তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে বলে দাবী করে বলেন এই ঘটনায় তিনি কোনভাবেই যুক্ত নন।।
Social