টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করম পরব বা কর্মা উৎসব ভারতের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আসাম, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হয়। এই উৎসবে করম দেবতার উপাসনা করা হয়। আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই করম উৎসব পালন করে আসছেন।
শুক্রুবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই নতুন পল্লী এলাকায় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। করম উৎসবে তারা তাদের নিজেদের ভাষা, সাংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন। করম একটি গাছের নাম। আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠির মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ। মঙ্গলেরও প্রতীক। পূজার সময় আদিবাসী দুই ভাই ধর্মা ও কর্মার জীবনী তুলে ধরা হয়। তারা বিশ্বাস করেন ধর্ম পালন করায় ধর্মা রক্ষা পান সকল বিপদের হাত থেকে। আর কর্মা ধর্ম পালন না করায় তার ক্ষতি হয়।
Social