Breaking News

শান্তিপুরে কর্মীসভায় যোগ দিতে এসে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী

 

     বিশ্বাস বিশ্বাস, নদীয়াঃ দলের গোষ্ঠী কোন্দল নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন করতেই মিডিয়াকে চটি চাটা বলে সম্বোধন করলেন তিনি। এদিন শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের দলের সাংগঠনিক কর্মী সভায় যোগ দেন তিনি। উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভায় উপনির্বাচন আর এই উপনির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভায় ইতিমধ্যে চতুর্মুখী লড়াই হতে চলেছে। গত বিধানসভার ভোটে শান্তিপুর বিধানসভায় জয়যুক্ত হয়েছিল বিজেপি, বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিধায়ক পদ থেকে পদত্যাগ করার পরেই শান্তিপুর বিধানসভায় আবারও উপনির্বাচন হতে চলেছে, কিন্তু দ্বিতীয়বারের লড়াইয়ে জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রবিবার বিজেপি কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে উপ নির্বাচনের আগেই শান্তিপুরের একটি বেসরকারি লজে এক কর্মীসভার আয়োজন করল বিজেপি। সেখানেই উপস্থিত হলেন রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। 

    বিজেপির এই কর্মী বৈঠকের শেষে রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি একটি সর্বভারতীয় দল। শান্তিপুর বিধানসভার মানুষ উপনির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে আরও একবার জয়যুক্ত করবে। আমি আশাবাদী সবথেকে বেশি ভোটে লিড দেবে বিজেপি, আর শান্তিপুরবাসীকে একটা কথাই বলবো শান্তিপুর একটি পূণ্যভূমি। তাই সকল শান্তিপুরবাসীর উদ্দেশ্যে রাধে রাধে।

About Burdwan Today

Check Also

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর স্মরণ সভা

পাপু লোহার, পানাগড়ঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্মরণ সভার পাশাপাশি দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *