Breaking News

লকডাউনে মানবিক কোতুলপুর থানার পুলিশ প্রশাসন


টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ
রাজ্য জুড়ে চলছে লকডাউন। লড়াই চলছে অতিমারি করোনা ভাইরাসের বিরুদ্ধে। বন্ধ বাজার হাট, জনশূন্য রাজপথ আর এই রকম পরিস্থিতিতে ভবঘুরেদের খাদ্যে পড়েছে টান। কথায় বলে যাদের কেউ নেই তাদের আছে ভগবান। সোমবার কোতুলপুর থানার পুলিশ প্রশাসন ভগবান রূপে অবতীর্ণ হলেন ভবঘুরেদের কাছে। এখনও পর্যন্ত ১৭ জন ভবঘুরেকে খাবার পৌঁছে দিয়ে তাদের খিদে নিবারণ করলেন। জনসাধারণ পুলিশকে অন্য চোখে দেখতেই অভ্যস্ত কিন্তু তাঁরা ভুলে যান পুলিশ ও মানুষ,  তাঁরাও রক্তমাংসের তৈরি তাঁদেরও মন আছে,  হৃদয় আছে,  তাঁদেরও অন্যের কষ্টের চোখ ফেটে জল আসে আর তাইতো আজ এই মানবিকতার পরিচয়।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *