দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ যাদের কোন ছিল না স্থায়ী ঠিকানা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরাতো । ছিল না ভোটার কার্ড, ছিল না আধার কার্ড। বর্তমান সরকারের আমলে হাতে পেয়েছে ভোটার কার্ড, আধার কার্ড। সেইসব মানুষদের পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের আমরা করবো জয়। বাঁকুড়া থিয়েটার একাডেমির সহযোগিতায় বড়জোড়া ব্লকের হাট আশুড়িয়ার যাযাবর পাড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দিল আমরা করবো জয়। বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, মাস্ক সহ কচিকাঁচাদের জুতো বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ, হাট আশুড়িয়া পঞ্চায়েত প্রধান, বাঁকুড়া থিয়েটার একাডেমী ও আমরা করবো জয়-এর সদস্যরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ বলেন, আমরা যাযাবর সম্প্রদায়ের পাশে আছি এবং আগামী দিনেও পাশে থাকবো। তিনি আরও বলেন আমরা করবো জয়-এর উদ্যোগে এখানে একটি পাঠশালা তৈরি করা হবে।
Social