নিখিল কর্মকার, নদীয়াঃ পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ভোজ্যতেলের মাত্রাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার নদীয়ার চাকদহে এক বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সি আই টি ইউ-এর কর্মী সমর্থকরা।
বর্তমান করোনা অতিমারি পরিস্থিতিতে কর্মহীন হয়ে আর্থিক অনটনে মধ্য দিয়ে দিনযাপন করছেন বহু মানুষ। তার ওপর খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মাত্রাধিক মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের মধ্যে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে সরকারকে মূল্য বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করার দাবিতেই মূলত এই দিনের আন্দোলন বলে জানিয়েছেন সি আই টি ইউ নেতৃত্ব।
Social